পলাশবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ ।
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
নভেল-১৯ করোনা ভাইরাস সংক্রোমণ এড়ানোর লক্ষ্যে সারা দেশের ন্যয় গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসন। শুরুর থেকেই লকডাউন বাস্তবায়নে পুলিশকে বিভিন্ন জনসেতনতামূলক কার্যক্রম পালন করতে দেখা যায়। কিন্তু সাধারণ জনগন পুলিশ তথা সরকারী নির্দেশ উপেক্ষা করে অহেতুক জনসমাগম অব্যাহত রাখে। বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে কঠোর অবস্থান গ্রহণ করে পলাশবাড়ী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি নির্দেশ বাস্তবায়নে কঠোর হস্তক্ষেপ গ্রহন করে পলাশবাড়ী থানা পুলিশ। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের নেতৃত্বে এসআই সঞ্জয় সাহা, এসআই নুরে আলম সিদ্দিক, এসআই মানিক রানা, ডিএসবি এসআই মিজান, এসআই আজিজসহ বিপুল সংখ্যাক সঙ্গীয় পুলিশ ফোর্স পলাশবাড়ী উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে টহল জোরদার করে। ফলে গত দুই দিনে জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে কোন জনসমাগম লক্ষ করা যায় নি। তবে পৌরশহরের ছোট শিমুলতলা পান হাটে জনসমাগমের বিষয়ে প্রশ্ন ওঠলে পুলিশ তাৎক্ষনিক ভাবে পান হাট বন্ধ দেয়। পাশাপাশি পানহাট স্থাণীয় এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্নাথান্তরের জরুরি সিদ্ধান্ত গ্রহন করে বলে বিশ্বস্ত সুত্রে জানাযায়। এদিকে গত দুই দিনে সরকারী নির্দেশ পালনে পুলিশের কঠোরতার কারনে সামাজিক দুরত্বসহ জনগুরুত্বপূর্ণ ¯’ান গুলোতে জনসমাগম অকেকটাই কমে গেছে। এদিকে পুলিশের নিরলস পরিশ্রম ও কঠোর ভুমিকার প্রশংসা করেছেন পলাশবাড়ী উপজেলা সুধীমহলসহ সচেতন মহল ।